oxat 20 এর উপকারিতা ও অপকারিতা

oxat 20 এর উপকারিতা ও অপকারিতা, oxat 20 সম্পর্কে হয়তো আমাদের অনেকে ধারণা নেই। এটি আমাদের শরীরের কি কি কাজে লাগে এবং এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে অনেকের ধারণা নেই। oxat 20 এই ট্যাবলেটটি মূলত বিষন্নতা দূর করে। 

oxat-20-এর-উপকারিতা-ও-অপকারিতা

শারীরিক সমস্যা রয়েছে এবং স্ত্রী সহবাসের সময় এটি যাদের বীর্য অতিরিক্ত পাতলা তাদের জন্য এই ট্যাবলেটটি অধিক কার্যকরী। আজকের আমরা জানবো oxat 20 এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। চলুন আর দেরিনা করে আমাদের লিখা আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

সূচিপত্রঃ oxat 20 এর উপকারিতা ও অপকারিতা

oxat 20 এর উপকারিতা ও অপকারিতা

oxat 20 এর উপকারিতা হলো আমাদের বিষণ্ণতা দূর করতে সাহায্য করে। এছাড়া যারা অশান্তিতে ভোগেন নানান কারণে বিভিন্ন চিন্তা হয় তাদের জন্য এই অক্সাট ট্যাবলেটটি অনেক উপকারী। এছাড়াও শারীরিক সমস্যা আছে স্ত্রী সহবাসের সমস্যা করে এবং বীর্য অতিরিক্ত পাতলা তাদের জন্য এই ট্যাবলেট অধিক কার্যকারী। অক্সাট ট্যাবলেটটি দ্রুত বীর্যপাত কমাতে সাহায্য করে। তবে এই ট্যাবলেটটি সাধারণ মানুষের না খাওয়াই ভালো কারণ প্রত্যেকটি ঔষধ দেওয়া হয় রোগ ভিত্তি। প্রতিটি জিনিসের যেমন ভালো দিক রয়েছে তেমন খারাপ দিকও রয়েছে। অক্সাট ২০ এর অপকারিতা কি সে সম্পর্কে অনেকেরই জানা নাই। এটি খাওয়ার ফলে আপনি যে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো অনুভব করবেন তা হলোঃ
  • আপনার মুখ শুষ্কতা বেড়ে যাবে
  • আপনার ক্ষুধা কম লাগবে
  • ঘুম কম হবে
  • বুকে ব্যথা হতে পারে
  • ত্বক ও ফুসফুসে সমস্যা হতে পারে
  • মাথাব্যথা 
  • দ্রুত অনিয়ম স্পন্দন হতে পারে
  • ঘন ঘন জ্বর হতে পারে
এছাড়া বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি এই সমস্যাগুলো দেখতে পান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং oxat 20 খাওয়া ছেড়ে দিতে হবে। কোন রোগকে অবহেলা করবে না এটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে আশা করি বুঝতে পেরেছেন oxat 20 এর অপকারিত সম্পর্কে।

oxat 20 খাওয়ার নিয়ম

Oxat 20 খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসাকের পরামর্শ নিয়ে খাবেন। কেননা এই ঔষুধটি শরীরের অবস্থা ভেদে ডোজ দিয়ে থাকেন। তাই আপনি খাওয়ার পূর্বে বুঝেশুনে খাবেন। তবে বেসিক কিছু নিয়ম আছে সেগুলো হল অক্সাট ২০ দিনের যেকোনো সময় খেতে পারবেন। খাওয়ার আগে বা পরে খেতে পারবেন তবে এই ওষুধটি প্রতিদিন খেতে পারবেন না। ১০ থেকে ১২ দিন একটি করে ট্যাবলেট খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এছাড়া ট্যাবলেটটি গর্ভাবস্থায় খাওয়া উচিত না। এতে গর্ভের সন্তানের এবং মা এর উভয়ের ক্ষতিগ্রস্ত হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। মানুষের শরীরের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসকরা ট্যাবলেট ডোজ দিয়ে থাকেন। শুধুমাত্র অক্সাট২০ ঔষধের ক্ষেত্রে নয়। যেকোনো ধরনের ঔষধ সেবন করার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। চলুন অক্সাট ২০ খাওয়ার নিয়মঃ
  • Oxat 20 /10 সকালে অথবা রাত একটি করে সেবন করতে পারেন।
  • Oxat 20 ট্যাবলেটটি আপনি যেকোনো সময় সেবন করতে পারবেন তবে ভরা পেটে খেতে হবে।
তবে অনেক ক্ষেত্রে শরীরের অবস্থা অনুযায়ী নিয়ম ভিন্ন হতে পারে। এজন্য আপনি যখন একজন নিবন্ধিত চিকিৎসকের শরণাপন্ন হবেন বা তার সাথে পরামর্শ করবেন তখন তিনি পরিপূর্ণ নিয়ম বলতে পারবেন।

অক্সাট ২০ খেলে কি মোটা হয়

অক্সাট ২০ মূলত শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। তবে এই ট্যাবলেটটি খেলে মোটা হওয়ার সুযোগ খুব কম। তাই আপনি যদি মোটা হতে চান তাহলে ডাক্তার পরামর্শ নিন। মোটা হওয়ার জন্য অক্সাট ২০ খাওয়া উচিত নয়। এতে সমস্যা বেশি হতে পারে আশা করি বুঝতে পেরেছেন। অক্সাট ২০ সাধারণত এটি ডিপ্রেশন অ্যাংজাইটিং ডিজঅর্ডার, ওসিডি ইত্যাদি চিকিৎসার ব্যবহৃত হয়। তবে কিছু ক্ষেত্রে অক্সাট খেলে কিছুটা ওজন বাড়তে পারে। এটি সব রোগের ক্ষেত্রে হয় না।

oxat-20-এর-উপকারিতা-ও-অপকারিতা

তবে অনেকেরই ঔষধ খাওয়ার পর কিছু মাসের জন্য ওজন বৃদ্ধির লক্ষণ করা যায়। ঔষধ এর মেটাবলিজম কমিয়ে দিতে পারে এর কারণে ক্ষুধা বাড়িয়ে দিতে পারে। মানসিক চাপ কমে গেলে খাওয়া-দাওয়ার অভ্যাসে পরিবর্তন হতে পারে। কারো কারো ওজন বাড়ানোর বদলে ওজন কমতেও পারে কারো কারো প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। যদি আপনি শুধু মোটা হওয়ার জন্য অক্সাট খাওয়ার কথা ভাবেন তাহলে একদমই উপযুক্ত নয়। এটি একটি মানসিক রোগের অসুখ এবং ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া বিপদজনক।

oxat 20 এর কাজ কি

Oxat 20 ট্যাবলেট হচ্ছে এক ধরনের শক্তিশালী নির্বাচন সেরোটোনিন রিইপটেক ইনহেবিটার যা বিষন্নতা দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে থাকে। যদি সরাসরি বলি তাহলে oxat 20 এর কাজ হল যেসব মানুষ অনেক বিষন্নতায় থাকে এবং জনজীবন নিয়ে দুশ্চিন্তাই করেন সেসব ব্যক্তিদের ক্ষেত্রে এই ঔষুধটি খুবই উপকার। oxat 20 ট্যাবলেট মূলত যেসব সমস্যার কারণে দেওয়া হয়ে থাকে সেগুলো হলঃ
  • প্যানিক ডিসঅর্ডার
  • মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার
  • সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার
  • পোস্ট ট্রমাটিক টেস্ট ডিসঅর্ডার
  • জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার
  • অফসেসিভ কম্পালুসিভ ডিসঅর্ডার
উপরোক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সাট ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আশা করি oxat 20 এর কাজ কি তার সম্পর্কে বুঝতে পেরেছেন। মূলত উপরে উল্লেখিত রোগ গুলো হয়ে থাকলে এই অক্সাট ঔষুধটি খাওয়া হয়ে থাকে।

oxat 20 এর সতর্কতা

Oxat 20 এর বেশ কিছু সতর্কতা রয়েছে তা জানা অত্যন্ত জরুরী। থাইরিডাজিন কিংবা মনোএমাইন অক্সাডেজ ইনহিবিটর ব্যবহারকারী সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহার করা উচিত নয়। এছাড়া হৃদপিণ্ড ও রক্ত সংবহনতন্ত্র জনিত সমস্যা এবং মৃগী রোগের আক্রান্ত রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে অক্সাট ২০ ব্যবহার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। oxat 20 এর উপকারিতা ও অপকারিতা এসব রোগীদের ক্ষেত্রে ওষুধ সেবনের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

যে ব্যাক্তিদের মানসিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তাদের এই ঔষধ খাওয়াকালীন সময়ে গাড়ি চালানো ও ভারী যন্ত্রপাতি পরিচালনা করার সময় ঔষধ খাওয়া উচিত না। অক্সাট ট্যাবলেট ১৮ বছরের নিচে ব্যবহার করা উচিত নয়। এতে আত্মহত্যার প্রবণতা বাড়ার আশঙ্কা থাকে। এটি মানসিক রোগীর জন্য ব্যবহৃত ওষুধ ভুল ব্যবহারে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এ ঔষধ হার্ট রেট বা প্রেসারে প্রভাব ফেলতে পারে ফলে শরীরের জটিল সমস্যার ঝুঁকিতে পড়তে পারে।

প্রবীনদের খাওয়ার উপকারিতা অক্সাট ২০

অক্সাট ২০ প্রবীণ ব্যাক্তিদের জন্য কিছু নির্দিষ্ট মানসিক রোগের চিকিৎসা উপকারী হতে পারে। তবে এর ব্যবহৃত অত্যন্ত সতর্কতা ও চিকিৎসকের পর্যবেক্ষণ করা উচিত। প্রবীনদের জন্য বেশ কার্যকরী বয়স জনিত কারণে অনেক প্রবীণ মানুষীক ডিপ্রেশনে ভোগেন তাদের মুড ঠিক রাখতে, মনোযোগ ধরে রাখতে সাহায্য করে থাকে। একাকীত্ব অসুস্থতা বা পারিবারিক দুশ্চিন্তা থেকে যে উদ্বেগ আসে তা কমাতে পারে ডিপ্রেশন বা অ্যাংজাইটির সঙ্গে ঘুমের সমস্যা থাকলে কিছুটা উন্নতি হতে পারে।

অক্সাট ২০ প্রবীণদের দেহে ওষুধের কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। এটি প্রবীণদের জন্য গুরুত্বর হতে পারে। মাথা ব্যথা দুর্বলতা কিছু নিয়ে এরকম সমস্যা কিছুটা দেখা দিতে পারে। প্রবীনদের ক্ষেত্রে অক্সাট সত্যিই অনেক উপকারী ঔষধ হিসেবে বিবেচিত হয়েছে। যদি সেটি সঠিকভাবে ব্যবহার হয়। তবে ওষুধটি সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো শুরু করবেন না। প্রয়োজনে রক্ত পরীক্ষা, ঔষধের ডোজ, সময়, নিয়ম নীতি পর্যবেক্ষণ করে ওষুধটি সেবন করা শুরু করুন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন অক্সাট ২০

অক্সাট ২০ এর পরিচিতি বলতে একটি ট্যাবলেট সাধারণত বাংলাদেশ ঔষধ কোম্পানি বাজার উৎপাদন করে যার নাম হলেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরিকৃত এই ঔষধ। এই ট্যাবলেট মূলত মানসিক রোগী এবং ডিপ্রেশন রোগীদের জন্য ব্যবহৃত করা হয়। মানসিক চাপ উদ্বেগ বিষণ্নতা এর চিকিৎসা এটি কার্যকর হতে পারে। তবে নিজের থেকে খাওয়ার শুরু করবেন না, ডোজ পরিবর্তন করবেন না, হঠাৎ বন্ধ করবেন না। অসুবিধা হলে অবিলম্বে চিকিৎসকের যোগাযোগ করা জরুরী।
oxat-20-এর-উপকারিতা-ও-অপকারিতা
মানসিক রোগের ওষুধ চিকিৎসকের নির্দেশ ছাড়া গ্রহণ বিপদজনক হতে পারে। এছাড়াও যারা দীর্ঘক্ষণ ধরে মিলন করতে পারেন না তাদের জন্য সঠিক সমাধান হিসেবে এই অক্সাট ২০ ট্যাবলেট কার্যকরী হতে পারে। তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে হবে। অধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এ ঔষধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।অক্সাট ২০ খাওয়ার ফলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

oxat 20 এর দাম কত

অক্সাট ২০ দাম কত সেই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। এই ওষুধের দাম কত সেটা আপনাকে জানতে হলে অবশ্যই নিকটস্থ ফার্মেসী থেকে খোঁজ করে নিতে হবে। কারণ প্রতিটি অক্সাট ২০ এর দাম ওঠানামা করে থাকে। সাধারণত আমাদের বাংলাদেশের প্রতিবছর জুন অথবা জুলাই মাসের দিকে নতুন করে বাজেট নির্ধারণ হয়ে থাকে সে সময় প্রায় অনেকগুলো ঔষধের দাম কম বেশি হতে দেখা যায়। এজন্য সঠিক দাম বলাটা বেশ কঠিন। তাই সঠিক দাম বলা সম্ভব হয়ে ওঠে না। তবে অক্সাট ২০ বর্তমান দাম হলোঃ
ইউনিট প্রাইসঃ ১২.০৩টাকা (প্রতি ট্যাবলেট)
স্ট্রিপ (১০ ট্যাবলেট)= ১২০টাকা(১২.০৩×১০)
৪ স্ট্রিপ(৪০ ট্যাবলেট= ৪৮১.২০ টাকা
তবে স্থান ভেদে এর দাম ওঠানামা করতে থাকে এবং জায়গা ভেদে এর দাম কম বেশি হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন অক্সাট ২০ দাম কত সে সম্পর্কে।

Oxat 20 এর পার্শ্ব প্রতিক্রিয়া

প্রতিটি জিনিসের উপকারিতা থাকার পাশাপাশি সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তেমন ঔষধে এর উপকার থাকার পাশাপাশি অপকারিতা রয়েছে। অক্সাট ২০ এর বিপরীত নয়। অক্সাট ২০ খাওয়ার ফলে অতিমাত্রায় খেলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আবার সকলের ক্ষেত্রে এটা নাও হতে পারে। কারো কম আবার কারো বেশি মাত্রায় পার্শ প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হলোঃ
  • খাবারের রুচি কমে যাওয়া
  • ঝিমুনি ভাব হওয়া
  • বিভ্রান্তি বোধ করা
  • মাথা ঘুরানো
  • ক্লান্তি বোধ করা
  • বমি বমি ভাব হওয়া
  • পুরুষাঙ্গের শিথিলতা
  • ঘুম অতিরিক্ত হওয়া
Oxat 20 অতিরিক্ত মাত্রায় খেলে বা নিয়মিত অনুযায়ী না খেলে উপরোক্ত সমস্যা গুলো দেখা দিতে পারে। তাই অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের নিয়ম অনুযায়ী সেবন করবেন। তাহলে ইনশাল্লাহ ভালো ফল পাবেন। এ ট্যাবলেট খেয়ে যদি ভালো ফলাফল পেয়ে থাকেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা গুলো থেকে রক্ষা পেয়ে থাকেন। তাহলে অবশ্যই ওষুধটি সেবনে নিয়ম জানতে হবে এবং সঠিক মাত্রায় খেতে হবে। তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে।

মন্তব্যঃ oxat 20 এর উপকারিতা ও অপকারিতা

oxat 20 এর উপকারিতা ও অপকারিতা, আজকের এই পোস্ট থেকে অক্সাট কি সে সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়া আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম অক্সাট ২০ ট্যাবলেট সম্পর্কে, অক্সাট খাওয়ার নিয়ম  ইত্যাদি সকল ধরনের তথ্য আজকে একটি মাত্র পোষ্টের মাধ্যমে জানতে পারলেন। আপনি যদি সঠিক নিয়ম মেনে সেবন করেন তবে ইনশাল্লাহ অবশ্যই ভালো ফলাফল পাবেন।

Oxat 20 ট্যাবলেট সম্পর্কিত আমাদের আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এতে তারাও এই ঔষধ নিয়ে সঠিক তথ্য জানতে পারবে তাছাড়া স্বাস্থ্য বিভিন্ন মেডিসিন সম্পর্কিত অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় পোস্ট করতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। 250510

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

mtwahid নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url