hpc injection কতদিন দিতে হয়
hpc injection কতদিন দিতে হয়, hpc injection একটি প্রোজেস্টিন বা মহিলা হরমোন। এটি ভ্রূণের প্রত্যাখান রোধ করতে এবং জরায়ুর সাথে সংযুক্তির অনুমতি দেওয়ার জন্য মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা সংশোধন করে কাজ করে। এটি গর্ভপাত রোধ করে এবং যাদের অতীতে
একটি অকাল প্রসব হয়েছে তাদের অকাল জন্মের ঝুঁকি কমাতে সাহায্য করে। অনেকে জানতে চেয়েছেন hpc injection টি আসলে কি? আজকে আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো hpc injection এর কাজ কি? কোথায় দিতে হয়, কেন দিতে হয় এসব বিষয় সম্পর্কে।
পেজ সূচিপত্রঃ hpc injection কতদিন দিতে হয়
- hpc injection কতদিন দিতে হয়
- hpc injection দেওয়ার নিয়ম
- hpc injection এর কাজ কি
- কেন দেওয়া হয় hpc injection
- hpc injection এর উপকারিতা
- এইচ পিসি ইনজেকশন এর অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া
- কোথায় দিতে হয় hpc injection
- এইচপিসি ইনজেকশন এর সর্তকতা
- কাদের জন্য ব্যবহার করা হয় hpc injection
- মন্তব্যঃ hpc injection কতদিন দিতে হয়
hpc injection কতদিন দিতে হয়
hpc injection কতদিন দিতে হয়, hpc injection এর কাজ কেন দেওয়া হয় কিংবা এর উপকারিতা জেনে আপনারা হয়তো ইনজেকশনটি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু অনেকেই জানে না hpc injection কত দিন দিতে হয়। hpc injection নেয়ার আগে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে কারণ আপনার শরীরের শারীরিক পরিস্থিতির বিবেচনা করে hpc injection গ্রহণের নির্দেশনা দিবেন। hpc injection সাধারণ কিছু ধারণা নিচে দেওয়া হল যাতে আপনি দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন।
আরো পড়ুনঃ ইউরিন ইনফেকশন দূর করা ১০ টি উপায়
সাধারণত hpc injection প্রতি সপ্তাহের, প্রতি দুই সপ্তাহে বা প্রতি মাসে ইনজেকশনটি কতদিন দেওয়া যেতে পারে তার নিম্ন বিষয়গুলোর উপর নির্ভর করে। চলুন জেনে নেওয়া যায় সে বিষয়গুলো সম্পর্কে।
- অকাল প্রসবের ঝুঁকি কমায়ঃ hpc injection সাধারণত গর্ভাবস্থায় ২০ সপ্তাহ পর্যন্ত দেওয়া হয়। pcos এর চিকিৎসার জন্য ইনজেকশন টি দীর্ঘ সময়ের জন্য দেওয়া যেতে পারে। তবে এটি সম্পূর্ণ রোগীর শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে থাকে। কারন ব্যক্তিভেদে শারীরিক সক্ষমতার পার্থক্য রয়েছে।
- Hpc injection প্রতিক্রিয়াঃ সাধারণত ১৪ দিনের জন্য দেওয়া হয়। এই ইনজেকশনটি সাধারণত প্রতি দুই থেকে তিন মাস ডোজ করা হয়ে থাকে। ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আপনি যদি পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে কোনটিও দেখা দেয় তবে আপনার চিকিৎসাকে পরামর্শ গ্রহণ করতে হবে। কারণ অনেক সময় বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগের লক্ষণ বহন করতে থাকে।
Hpc injection অনেক সময় আপনাকে নিম্নলিখিত কিছু বিষয়ে মনে রাখতে হবে।
- আপনার ডাক্তারের নির্দেশাবলী অনুসরণ করুন।
- আপনার এপয়েন্টমেন্ট মিস করবেন না।
- নতুনভাবে কোন স্বাস্থ্য সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
- আপনি যদি গর্ভবতী হন তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন।
hpc injection দেওয়ার নিয়ম
Hpc injection দেওয়ার নিয়ম সবচেয়ে ভালো হয় একজন প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশাদার চিকিৎসকের মাধ্যমে ইনজেকশনটি গ্রহণ করা। ইনজেকশন দেয়ার আগে আপনার হাত এবং ইনজেকশনের স্থানটি আন্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে নিতে হবে। কারণ অনেক সময় এর সমস্ত স্থানে জীবাণু থাকতে পারে। তাই সাবধানতা অবলম্বন করাটা দরকার। এই ইনজেকশনটি সাধারণত পেশীতে দেওয়া হয় যেমন বাহুর বেশি বা নিতম্বের পেশী। এই সকল স্থানে ইনজেকশনটি ধীরে ধীরে দেওয়া উচিত।
কারণ অনেক সময় তাড়াহুড়া করে ইনজেকশন প্রদানের ক্ষেত্রে সঠিক কার্যকারিতা প্রকাশ পায় না। তাই এই সময় তাড়াহুড়া করা যাবে না। ইনজেকশন দেওয়ার পরে ইনজেকশন এর স্থানটিতে কিছুক্ষণের জন্য চাপ প্রদান করে রাখতে হবে। কারণ যে স্থানে ইনজেকশনটি প্রদান করা হয়েছে সেই স্থান থেকে রক্তপাত হতে পারে। তাই তুলা কিংবা টিস্যু দিয়ে ইনজেকশনের স্থানটি কিছুক্ষণ চেপে রাখতে হবে। এই স্থানে কিছুক্ষণের জন্য ব্যথা, লাল বা ফোলাভাব হতে পারে। তবে এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।
কারণ এটি স্বাভাবিক যা কয়েক দিন পর ঠিক হয়ে যাবে। তবে ইনজেকশনের স্থানে যদি আপনার তীব্র ব্যথা, লালভাব, ফোলা ভাব, অন্য কোন সমস্যা দীর্ঘদিন যাবৎ দেখা দেয়। তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। কারণ অনেক সময় এ ধরনের উপসর্গের মাধ্যমে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিলম্ব না করে ডাক্তারের সাথে যোগাযোগ করাটাই উত্তম।
hpc injection এর কাজ কি
হাইড্রক্সিপ্রোজেস্টেরন ক্যাপ্রোয়েট হল একটি প্রোজেস্টিন ঔষধ যা সকল সহগতি মহিলাদের অকাল প্রসব রোদ করতে এবং স্ত্রী রোগ সংক্রান্ত ব্যাধি গুলো চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত একটি হরমোনাল ইনজেকশন যা প্রজেক্টেরন হরমোন হিসেবে কাজ করে। গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতা দূর করতে সাহায্য করে। hpc injection গর্ভবতী মহিলাদের অকাল প্রসব রোদ করতে ব্যবহার করা হয়। যাতে খুব তাড়াতাড়ি জন্ম দেওয়ার ঝুঁকি কমানো যায়।
এটি গর্ভপাত রোধ করে এবং অতীতে একবার প্রিম্যাচিউর ডেলিভারি হয়েছে এমন মহিলাদের জন্য অকাল জন্মের ঝুঁকি কমায়। hpc injection শুধুমাত্র ডাক্তার দ্বারা বা তার তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি অনেক সময় বিভিন্ন দেশের স্কিন কেয়ার বা অ্যান্টি এজিং চিকিৎসা যৌন স্বাস্থ্য বা হরমোন ভারসাম্য রক্ষায় ব্যবহৃত হয় নিচে কিছু কাজে বিস্তারিত দেয়া হলো
- হরমোন ভারসাম্য রক্ষা
- অ্যান্টি এজিং
- যৌন স্বাস্থ্য উন্নত করা
- শারীরিক শক্তি ও পণ্য জীবন শক্তি বৃদ্ধি
- ত্বক ও চুলের উন্নতি
কেন দেওয়া হয় hpc injection
hpc injection দেয়ার অনেকগুলো কারণ বা প্রয়োজনীয়তা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ইনজেকশন দেয়ার কারণ সম্পর্কে বিস্তারিত। অকাল প্রসবের ঝুঁকি কমাতে ইনজেকশনটি সর্বাধিক ব্যবহৃত হয়। আপনারা হয়তো জানেন প্রোজেক্টের অন হরমোন গর্ভাশয় পেশীগুলিকে শিথিল করতে সাহায্য করে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে গর্বের সন্তানকে সুরক্ষা প্রদান করে। এক কথায় গর্ভে সন্তান যাতে নষ্ট না হয় তার জন্য ইনজেকশনটি ব্যবহার করা হয়ে থাকে।
বিভিন্ন কারণে যাদের অকাল প্রসবের সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য hpc injection প্রদান করা হয়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম এর মত অবস্থার কারণে কিছু মহিলাদের শরীরে পুরুষের হরমোনের এন্ড্রোজেন বেশি থাকে। যার ফলে এটি বন্ধ্যাত্ব, মুখে লোম বৃদ্ধি এবং অনিয়মিত মাসিকের কারণ হতে পারে। সে ক্ষেত্রে এই ইনজেকশনটি প্রদান করলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে hpc injection গর্ভপাত রোধ করতে ও ব্যাপক ব্যবহৃত হয়।
যাদের বিভিন্ন কারণে গর্ভপাত হয়ে যায় তাদের hpc injection হলো আশীর্বাদের। কারণ এই ইনজেকশন গ্রহণ করলে গর্ভপাতের মতো জটিল ও কঠিন রোগ থেকে রেহাই পাওয়া যায়। গবেষণায় দেখা গিয়েছে hpc ইনজেকশন টি গর্ভপাতের ঝুঁকি ৫০% পর্যন্ত কমাতে পারে। তাই আপনাদের গর্বঅবস্থায় গর্ভপাত হয় তারা চিকিৎসকের নির্দেশ গ্রহণ করতে পারেন।
hpc injection এর উপকারিতা
hpc injection হলো একটি থেরাপিটিক ইনজেকশন যা সাধারণত মানব প্রেস সেন্টার থেকে তৈরি করা হয় এবং এটি শরীরের কোষ পূর্ণ জীবন হরমোন ভারসাম্য এবং বার্ধক্য প্রতিরোধে ব্যবহৃত হয় অনেক উন্নত দেশে এটি স্কিন থেরাপি যৌন স্বাস্থ্য হরমোন চিকিৎসা এবং শারীরিক সার্বিক উন্নয়নের জন্য ব্যবহৃত করা হয় hpc injection একটি প্রাকৃতিক ও শক্তিশালী দ্বারা বিজাতক যৌন স্বাস্থ্য হরমোন ভারসাম্য এবং কোষের ১৫ জীবনে কার্যকারিতা বেশি ব্যবহৃত করার আগে পেশাদার চিকিৎসকের সঙ্গে আলোচনা করা খুব জরুরী hpc injection এর উপকারিতা সম্পর্কে নীচে আলোচনা করা হলোঃ
- ত্বক ও সৌন্দর্য উন্নয়নঃ বলিরেখা বয়সের ছাপ এবং সূক্ষ্মরেখা দূর করে। কোলাজিল তৈরি করে ত্বককে টানটান ও কোমল রাখে। ত্বকে উজ্জ্বল ও প্রাণ বন্ধ করে। ব্রণের দাগ সানবার্ন বা কালো দাগ হালকা করে।
- শারীরিক শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধিঃ শরীরের কোষ পুনর্গঠন করে শক্তি বাড়ায়। দীর্ঘদিন ক্লান্তি বা শারীরিক দুর্বলতা এটি ব্যবহারে দ্রুত ফল পাওয়া যায়। খেলোয়াড় বা বয়স্ক ব্যাক্তিদের জন্য এটি রিকভারি থেরাপি হিসেবে কার্যকর হতে পারে।
- হরমোন ভারসাম্য রক্ষাঃ নারীদের ক্ষেত্রে মেনোপজ অনিমিত মাসিক বা হরমোন জনিত সমস্যার নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া পুরুষদের ক্ষেত্রে টেস্টেস্টেরন ঘাটতি পূরণে সহায়ক। যার যৌন ইচ্ছা ও শক্তি বাড়ায়।
- ইমিউন সিস্টেম শক্তিশালী করাঃ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঘন ঘন অসুস্থ হওয়া বা সংক্রমণ হলে hpc সহায়ক হতে পারে।
- চুল ও নখের উন্নতিঃ চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। নখ ভাঙ্গা বা দুর্বলতা কমিয়ে মজবুত করে।
- লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করেঃ অভ্যন্তরীণ অঙ্গ পতঙ্গের কার্যকারিতা উন্নত করে। যেমন লিভার, কিডনি বা হরমোন নির্ভর গ্রন্থী কার্যকারিতা বাড়াতের সহায়তা করতে পারে। কিছু ক্ষেত্রে লিভার ডেটক্সিফিকেশন থেরাপিও হিসেবে এটি ব্যবহার করা যায়।
এইচ পিসি ইনজেকশন এর অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণত প্লেসেন্টা থেকে প্রস্তুতকৃত একটি থেরাপি। যা বিভিন্ন চিকিৎসা ও সৌন্দর্যসেবায় ব্যবহৃত হয়। যদিও এর বেশ কিছু উপকারিতা রয়েছে। তবে একটি সম্পূর্ণ নিরাপদ নয়। ব্যবহারের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা অপকারিতা দেখা দিতে পারে। বিশেষ করে যদি অযথা অতিরিক্ত বা চিকিৎসকের পরামর্শ ব্যবহার করা হয়। hpc injection বিভিন্নভাবে শরীরের উপকার আসলেও এটি সম্পূর্ণ নিরাপদ নয়। অপ্রয়োজনে বা ভুল ভাবে ব্যবহার করলে তা বিপদজনক হতে পারে। তাই নিজের থেকে hpc ইনজেকশন নেওয়া উচিত নয়। সঠিক চিকিৎসকের পরামর্শ ও যাচাই করে ব্যবহার করা নিরাপদ। hpc injection অপকারিতা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- এলার্জি ও ইনজেকশন রিঅ্যাকশনঃ শরীরে প্লেসেন্টা উপাদান প্রতিক্রিয়ার করতে পারে ফলে ইনজেকশনের জায়গায় এলার্জির রিয়্যাকশন হতে পারে। যেমন চুলকানি, ফুসকুড়ি, ত্বকের লালচে ভাব, হাঁপানি, হঠাৎ শ্বাস কষ্ট ইত্যাদি।
- ইনজেকশন সাইটে সমস্যাঃ hpc injection যেখানে ইনজেকশন দেওয়া হয় সেখানে ব্যথা, লালচে ভাবা, ফোলা বা পুঁজ হতে পারে। বারবার ইনজেকশন নিয়ে ত্বকের দাগ, চামড়া শক্ত হওয়া বা চর্বি ক্ষয় হতে পারে।
- হরমন ভারসাম্যের সমস্যাঃ hpc injection হরমনের মতো উপাদান থাকে যা শরীরের প্রাকৃতিক হরমোন উৎপাদন উৎপাদনে ব্যথার ঘটাতে পারে। যেমনঃ স্তন ফোলা ভাব, অনিয়মিত মাসিক, মানসিক অস্থিরতা, লিবিডোতে অস্বাভাবিক পরিবর্তন।
কোথায় দিতে হয় hpc injection
আপনি যদি ইতিমধ্যে hpc ইঞ্জেকশন গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই তা কোথায় দিতে হয় এ সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আপনি যদি সঠিক নিয়মে ইনজেকশন গ্রহণ না করেন তাহলে ইনফেকশন হওয়া সম্ভাবনা থাকে। আপনার কোন কাজও দিতে না পারে। তবে ইনজেকশনটি গ্রহণ করার আগে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। কারণ তিনি আপনার শারীরিক পরিস্থিতি বিবেচনা করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপর মতামত প্রকাশ করবে।
অথচ শুধুমাত্র একজন চিকিৎসকে বলতে পারে hoc injection নিয়মিত দেওয়া যাবে কিনা। hpc ইনজেকশন শরীরের পিশীতে দিতে হয়। এটি সাধারণত নিতম্বের পেশীতে দেওয়া হয়। তবে শুধুমাত্র নিতম্বের পেশীতেই দিতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। যেসব স্থানে এইচপিসি ইঞ্জেকশন দেওয়া উচিতঃ
- নিতম্বের পেশী
- শরীরের উপরের বাইরের অংশে
- কোমরের উপরে
- উরুর পেশিতে
- উরুর সামনের অংশে
- হাঁটুর উপরে
যেসব স্থানে ইনজেকশন দেওয়া উচিত নয়
- রক্তনালী বা স্নায়ুর কাছাকাছি
- ত্বকের সংক্রমণ বা ক্ষতের কাছাকাছি
- হাড়ের কাছাকাছি
এইচপিসি ইনজেকশন এর সর্তকতা
hpc injection ব্যবহারের উপকারিতা যেমন রয়েছে তেমনি কিছু সতর্কতা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি একটি বায়োলজিক্যাল থেরাপি যা সরাসরি রক্ত প্রবাহে প্রবেশ করে এবং শরীরের কোষ ও হরমোনের উপস সরাসরি প্রভাব ফেলে। hpc injection কতদিন দিতে হয় অতিরিক্ত বা ভুলভাল ব্যবহার করলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। hpc injection ব্যবহারের পূর্বে এবং পরে যেসব সত্য কথা মেনে চলা উচিত তা নিচে দেওয়া হলঃ
আরও পড়ুনঃ খালি পেটে চিরতা খাওয়ার উপকারিতা
- চিকিৎসকের পরামর্শ ছাড়াঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া hpc ইনজেকশন বহন করবেন না। এটির স্বাভাবিক কোন ভিটামিন বা ঘরো ইনজেকশন নয়, যে কোন হরমোন বা কোর্স সংক্রান্ত থেরাপির ক্ষেত্রে বিশেষজ্ঞদের তত্ত্বাবধান অপরিহার্য। সঠিক ডোজ সময় ও প্রয়োগ পদ্ধতি শুধুমাত্র চিকিৎসক নির্ধারণ করতে পারেন। তাই ইনজেকশনটি সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।
- পণ্যের উৎস ও যাচাই করুনঃ hpc injection অবশ্যই অনুমোদিত ও রেজিস্টার্ড উৎস থেকে সংগ্রহ করতে হবে। জাল বা নিম্ন মানে ইনজেকশন অনেক সময় প্লেসেন্টা ছাড়াই তৈরি হতে পারে। মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন ব্যবহার থেকে এড়িয়ে চলুন।
- গর্ভবতী নারীদের ব্যবহার নিষেধঃ গর্ভবতী শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। এই ইনজেকশনটি স্তন্যপান করানো অবস্থায় hpc ইনজেকশনের উপাদান বুকের দুধে যেতে পারে। যা শিশুর স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে।
কাদের জন্য ব্যবহার করা হয় hpc injection
Hpc injection মূলত এমন ব্যক্তিদের জন্য ব্যবহৃত করা হয় যাদের ত্বক হরমোন, যৌন স্বাস্থ্য কোষের পূর্ণ জীবন বা শারীরিক দুর্বলতা সংক্রান্ত সমস্যা রয়েছে। এটি সাধারণত কোন ওষুধ নয় বরং এটি থেরাপিউটিক ইনজেকশন যা দেহের রিসেন্টার থেকে তৈরি হওয়া বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বয়সজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ইনজেকশনটি অনেক কার্যকরী। বয়স বাড়ার সাথে সাথে বলিরেখা, ত্বক শিথিলতা কমে যাওয়া দেখা দিতে পারে। চেহারায় ক্লান্তি ও মলিনত ভাব চলে আসে
এই ইনজেকশন ব্যবহারের ফলে ত্বককে টুনটান ও উজ্জ্বল হয় কোষের পণ্য জীবন ঘটে। শারীরিক দুর্বলতা ও কোষ পূণ্যজীবির জন্য এই ইনজেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। দীর্ঘ রোগ ভোগের পর অপারেশন, ক্যান্সার থেরাপি, বড় দুর্ঘটনা, বাধ্যক্য জনিত দুর্বলতার কারণে এই ইনজেকশনটি ব্যবহার করা হয়ে থাকে। এতে করে শরীরকে পূর্ণজীবিত করে স্ট্যামিনা শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। যাদের রূপ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জন্য এই ইনজেকশনটি ব্যবহার করা যেতে পারে। ঘনঘন সর্দি, কাশি, ভাইরাস, ইনফেকশন হয়। শরীরের সহজে সংক্রমণে আক্রান্ত হয়। এসব ব্যাক্তিদের জন্য ইনজয়িকশন ব্যবহারের ফলে ইমিউন সিস্টেমে শক্তিশালী করে।
মন্তব্যঃ hpc injection কতদিন দিতে হয়
hpc injection কতদিন দিতে হয়, Hpc injection মূলত এমন ব্যক্তিদের জন্য যাদের শরীর ত্বক বা হরমোনের ভারসাম্য সমস্যা রয়েছে। যারা আধুনিক থেরাপির মাধ্যমে নিজের সৌন্দর্য ও শক্তি ফিরিয়ে পেতে চান তবে এটি শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে গ্রহণ করা নিরাপদ। hpc injection বলতে সাধারণত বোঝানো হয় Hydrolyzed Placenta Cell Injection যা একটি প্লেজেন্টার ভিত্তিক ইনজেকশন থেরাপি। এটি অনেক সময় হরমোন জনিত সমস্যা এবং অকাল প্রসবের যদি কমাতে ইনজেকশনটা অনেক বেশি উপকারী।
আর্টিকেলের hpc injection কত দিন দিতে হয়। এই সম্পর্কে সকল তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আজকের এই আর্টিকেলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হয়। আপনি চাইলে আর্টিকেলগুলো পড়তে পারেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 250510
mtwahid নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url