বিনা মূল্যে গুগল অ্যাডস দিয়ে লোকাল বিজনেস প্রমোট করার কৌশল

বিনা মূল্যে গুগল অ্যাডস দিয়ে লোকাল বিজনেস প্রমোট করার কৌশল জানিয়ে দিতে আজকের আর্টিকেলে এ সমন্ধে বড়ভাবে আলোচনা করা হবে। ডিজিটাল যুগে শুধুমাত্র দোকান খুলে বসে থাকলেই হবে না, আধুনিকভাবে চিন্তা করতে হবে।
বিনা-মূল্যে-গুগল-অ্যাডস-দিয়ে-লোকাল-বিজনেস-প্রমোট-করার-কৌশল
কারণ এখন মানুষের হাতে মোবাইল আর সামনে সার্চ ইঞ্জিন থাকছে। সেজন্য অনলাইনে বিজনেসের পরিচিতি বাড়াতে অ্যাড দিয়ে বিজনেস প্রমোট করা জরুরি। অনেকে জানেনা বিনা খরচে গুগল অ্যাডস দিয়ে লোকাল বিজনেস চালানো যায়।

পেজ সূচিপত্রঃ বিনা মূল্যে গুগল অ্যাডস দিয়ে লোকাল বিজনেস প্রমোট করার কৌশল

বিনা মূল্যে গুগল অ্যাডস দিয়ে লোকাল বিজনেস প্রমোট করার কৌশল

বিনা মূল্যে গুগল অ্যাডস দিয়ে লোকাল বিজনেস প্রমোট করার কৌশল সম্পর্কে জনতে হলে আগে জানতে হবে গুগল অ্যাডস ব্যবহার করে হাজার হাজার টাকা খরচ করে বিজ্ঞাপন চালাতে হয় না। গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি বিনা খরচেই লোকাল বিজনেস প্রমোট করতে পারবেন। আজকে আপনাদের জানিয়ে দেবো গুগল অ্যাডস থেকে ফ্রি ক্রেডিট কিভাবে পাওয়া যাবে। এর পাশাপাশি জানিয়ে দেবো সেটিংস অথবা কৌশল আপনাকে কম সময় কিভাবে ভালো ফল এনে দিবে। নিচে কিছু কৌশল উল্লেখ করা হলোঃ

  • গুগলে ফ্রী ক্রেডিট অফার কাজে লাগান।
  • বিজনেস প্রোফাইল সুন্দরভাবে সাজান।
  • টার্গেট হিসেবে নিজের এলাকার মানুষদের রাখুন।
  • লোকাল কাস্টমারদের ভাষায় শব্দ খুঁজে বিজ্ঞাপন দিন।
  • সহজ মোডে বিজ্ঞাপন চালান।
গুগল অ্যাডস ব্যবহার নতুন ভাবে শুরু করলে প্রথমে ফ্রি বিজ্ঞাপনের অফার পাওয়া যায়। এ অফারটি কাজে লাগান। গুগল ম্যাপে আপনার ব্যবসা প্রতিষ্ঠান সঠিকভাবে সাজানো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই গুগল বিজনেস প্রোফাইলে নাম, ঠিকানা, সময়সূচী, ছবি এবং রিভিউসহ আপনার সকল তথ্য আপডেট রাখুন। আপনি যে এলাকাতে আপনার ব্যবসা করছেন সেই এলাকার ভিত্তিক অ্যাডস টার্গেট করুন। এবং এলাকার লোকজন যেইসব শব্দ দিয়ে গুগলে সার্চ করে সেই শব্দগুলো ব্যবহার করুন। এতে আপনার বিজনেস প্রমোট হবে।

গুগল অ্যাডস ক্রেডিট অফার

যারা গুগলে নতুন অ্যাডস ব্যবহার করেন তাদেরকে গুগল, নিয়মিত ফ্রি অ্যাডস ক্রেডিট অফার করে থাকে। আপনি যদি গুগল অ্যাডস একাউন্ট খুলেন এবং ১২০০ টাকার মত খরচ করেন তাহলে গুগল আপনাকে ২০০০ থেকে ৫০০০ পর্যন্ত ফ্রি অ্যাড ব্যালেন্স দিয়ে দিবে। এটি একটি প্রমোশনাল বোনাস যেটি আপনাকে প্রথমবারের মতো বিজ্ঞাপন চালানোর সুযোগ করে দেয় এবং এটিতে কোন খরচ হয় না। পৃথিবীর বিভিন্ন দেশে এবং সময় ভেদাভেদ করে গুগল এ অফারটি দিয়ে থাকে। বাংলাদেশেও কয়েকবার এই অফার দেওয়া হয়েছে।
এই অফারটি পেতে আপনি নতুন ইমেইল দিয়ে একটি নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলে ফেলুন। এবং গুগল অ্যাডস এর হোমপেজ এ গেলে এই অফারটি যদি থাকে তাহলে সেটি দেখতে পাবেন। প্রথম ৩০ দিনের জন্য আপনি শুধু ১২০০ টাকা খরচ করে বিজ্ঞাপন চালান। এ কাজটি করার সাথে সাথেই আপনার একাউন্টে ফ্রি অ্যাড ক্রেডিট জমা হয়ে যাবে যেটি ব্যবহার করে আপনি কোন খরচ ছাড়াই লোকাল ক্যাম্পেইন চালাতে পারবেন। যারা নতুন ইউজার তাদের জন্য কোন ঝামেলা ছাড়াই গুগল অ্যাডস শেখার সুযোগ পাচ্ছেন এর মাধ্যমে।

গুগল ফর নন প্রফিট

আপনার বিজনেস প্রতিষ্ঠানটি যদি একটি রেজিস্ট্রেশন করা নন প্রফিট অর্গানাইজেশন হয় তাহলে গুগলে আপনি একটি বড় সুযোগ পাবেন। এটির নাম হল গুগল ফর নন প্রফিটস প্রোগ্রাম। এর মাধ্যমে আপনি কোন খরচ ছাড়াই আপনার গুগল অ্যাডস ক্রেডিট ব্যবহার করতে পারবেন। আপনি যদি গুগল অ্যাড গ্র্যান্ডস ব্যবহার করেন তাহলে আপনি প্রতি মাসে প্রায় দশ হাজার মার্কিন ডলারের মতো ফ্রি অ্যাডস বাজেট পেয়ে যেতে পারেন যেটি দিয়ে আপনি আপনার লোকাল অডিয়েন্স কিংবা কমিউনিটিকে টার্গেট করতে পারেন।

এবং এভাবে আপনার বিজ্ঞাপন চালাতে পারেন। এটিতে যোগ হওয়ার জন্য আপনাকে টেকসপ বা এর সাথে ভেরিফাইয়ার প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করতে হবে। এর মাধ্যমে আপনি আপনার সেবামূলক কাজ গুগলে তুলে ধরতে পারবেন এবং বিশাল অ্যাড বাজেট পাবেন। লোকাল কাস্টমারদের কাছে আপনার ব্যাবসা পৌঁছানো সুবিধা হয়ে যাবে। সব ধরনের সুযোগ-সুবিধার পাশাপাশি সবচেয়ে বড় সুবিধা হল আপনি বিনামূল্যে অনেক বড় বাজেটের অ্যাডস পেয়ে যাচ্ছেন। কাজেই যদি আপনি বিনামূল্যে গুগল অ্যাডস ব্যবহার করতে চান এটি অনুসরণ করুন।

রেফারেল অফার সংগ্রহ করুন

মাঝে মাঝেই গুগল রেফারেল প্রোগ্রাম চালু করে থাকে যেখানে আপনি নতুন কাউকে গুগল অ্যাডস এ সাইন আপ করাতে পারলেই আপনি ফ্রি অ্যাপস ক্রেডিট পেয়ে যাবেন। এটাকে বলা হয় উইন-উইন ট্র্যাটেজি। এটির মাধ্যমে আপনার নেটওয়ার্ক ব্যবহার করেই বিনা মূল্যে অ্যাডস বাজেট সংগ্রহ করতে পারবেন। এটি করার জন্য আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে রেফারেল লিংক জেনারেট করতে হবে। আপনার বন্ধুদের অথবা ক্লাইন্ট বা পার্টনারদের সাথে এটি শেয়ার করতে হবে। এটির মাধ্যমে আপনারা দুজনেই ফ্রি ক্রেডিট পাবেন।
বিনা-মূল্যে-গুগল-অ্যাডস-দিয়ে-লোকাল-বিজনেস-প্রমোট-করার-কৌশল
এই অফারটি ব্যবহার করে আপনি কোন খরচ ছাড়াই লোকাল মার্কেটিং এর বাজেট বাড়াতে পারবেন। এবং একসাথে দুই পক্ষেরই উপকার হয় এটার মাধ্যমে। নেটওয়ার্কিং এর মাধ্যমে আরো সম্ভাব্য কাস্টমার পাওয়া যায় এই অফারের মাধ্যমে। তবে আমাদের একটি পরামর্শ থাকবে যে যখন আপনি রেফারেল লিংক আপনার পরিচিতদের কাছে পাঠাবেন তখন পার্সোনালাইজড মেসেজ লিখে দিবেন। এর মাধ্যমে আপনার পরিচিতরা বুঝতে পারবে এই অফারটি সম্পর্কে। কাজেই রেফালের অফার সংগ্রহ করে বিনামূল্যে গুগল অ্যাডস সংগ্রহ করুন।

স্কিলশপ কোর্সের রিওয়ার্ডের মাধ্যমে

স্ক্রিনশট গুগলের একটি অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম। এখানে আপনি গুগল অ্যাডস, অ্যানালিটিক্স এবং ইউটিউব অ্যাড সহ নানা বিষয়ে ফ্রি কোর্স করতে পারবেন। মাঝে মাঝে গুগল আপনাকে অ্যাডস ক্রেডিট প্রমোশনাল অফার দিবে এই কোর্সটি যদি আপনি সম্পন্ন করেন তাহলে। এ কাজটি করার জন্য আপনাকে স্ক্রিনশট ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে গুগল এডস সার্টিফিকেশন বা এর সাথে সম্পর্কিত কোর্স গুলো আপনাকে শেষ করতে হবে। এই কোর্সটি করার সময়,
যদি কোন প্রমোশনাল ক্যাম্পেইন চালু থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে ফ্রি অ্যাড ক্রেডিট যুক্ত হয়ে যাবে। যদি আপনি এই কোর্সটি করেন তাহলে আপনার যেমন দক্ষতা বাড়ছে তেমনি মার্কেটিং বাজেটও পাচ্ছেন। এবং এই কোর্সটি শিখার পাশাপাশি আপনি লোকাল ক্যাম্পেইন চালানোর সুযোগ পাচ্ছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপাড় হল নিজের প্রোফাইল ও ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারছেন। এই ক্ষেত্রে ও আমাদের একটি পরামর্শ থাকবে যে সব কোর্সেরই ক্রেডিট থাকে না। তাই গুগল অফিসিয়াল নোটিশ চেক করে নিন।

ইনঅ্যাকটিভ একাউন্ট রিওয়ার্ডের মাধ্যমে

অনেক গুগল ইউজার মাঝে মাঝেই তাদের অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ রেখে দেয়। এই অ্যাকাউন্টগুলো আবার যাতে চালু থাকে সেজন্য গুগল মাঝে মাঝেই ইনঅ্যাক্টিভ একাউন্ট রিওয়ার্ড দিয়ে থাকে। আপনার যদি এমন অ্যাকাউন্ট থেকে থাকে যেটি অনেকদিন ধরেই আপনি একটিভ রাখেননি তাহলে সেটির মাধ্যমে আপনি প্রমোশনাল অফার ইমেইল পেয়ে যেতে পারেন এবং একটা বেধে দেওয়ার পর্যন্ত টাকা খরচ করলে অতিরিক্ত ফ্রি ব্যালেন্স পেয়ে যাবেন। এই কাজটি করার জন্য আপনার পুরনো গুগল অ্যাডস একাউন্টে লগইন করতে হবে।

অফার গুলো চেক করার পর যদি কোন অফার একটিভ থাকে সেই শর্ত অনুযায়ী আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন। বেধে দেওয়া সময়ের মধ্যে যদি আপনি শর্ত পূরণ করে থাকেন তাহলে ক্রেডিট একাকি আপনার অ্যাকাউন্টে যোগ হবে। এই রিওয়ার্ডের মাধ্যমে আপনি পুরনো একাউন্ট থেকে ঝুঁকি মুক্তভাবে বিজ্ঞাপন চালাতে পারবেন। এর পাশাপাশি বেশি খরচ ছাড়াই লোকাল ব্যবসা প্রচার করতে পারবেন। আগের যেসব ডেটা ব্যবহার করা হয়েছে সেগুলোর মাধ্যমে টার্গেট অডিয়েন্স বাছাইয়ে সুবিধা লাভ করতে পারবেন।

ইউটিউব শেয়ারিং পার্টনারশিপের মাধ্যমে

আপনার ব্যবসা যদি লোকাল ব্যবসা হয়ে থাকে তাহলে ইউটিউব শেয়ারিং পার্টনারশিপের মাধ্যমে আপনি বড় একটি সুযোগ পেতে পারেন ফ্রি অ্যাডস এর জন্য। যারা আপনার এলাকার লোকাল কনটেন্ট ক্রিকেটার বা ইউটিউবার রয়েছেন তারা অনেক সময় তাদের ভিডিওতে স্পন্সড সেগমেন্ট দেয় যার মাধ্যমে আপনি আপনার পণ্য বা সেবার প্রচার করতে পারেন। এর মাধ্যমে আপনার একটু টাকা খরচ হবে কিন্তু এ খরচটি একেবারে কম এবং অনেক সময় বাটার সিস্টেম বা পণ্য বা সেবা বিনিময়ের মাধ্যমে এ কাজটি করা যায়।
তাই খোঁজ করুন আপনার এলাকাতে কে নিচ রিলেটেড ইউটিউবার রয়েছেন। তাদের অডিয়েন্স যদি বেশি থাকে এবং ভিউয়ার যদি বেশি থাকে তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করুন। তাদের সাথে একটি ডিল করুন এবং প্রস্তাব পাঠান আপনার ব্যবসার পণ্য প্রচারের জন্য। এই কাজটি করার মাধ্যমে আপনার ব্যবসা টার্গেটেড অডিয়েন্সেরদের কাছে পৌঁছে যাবে এবং আপনার ভিজিবিলিটি আর বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে। এখানেও আমাদের একটি পরামর্শ থাকবে যে যেই ইউটিউবারের সাথে চুক্তি করবেন তার অডেন্স কোয়ালিটি দেখুন।

ট্রায়াল ক্যাম্পেইনে যোগ হয়ে

যারা ডিজিটাল মার্কেটিং এর বড় বড় প্ল্যাটফর্ম এর কাজ করেন এবং টুলস প্রোভাইডার তারা নতুন ইউজার যারা আছে তাদের ট্রায়াল ক্যাম্পেইনের অফার দেয়। এগুলোতে অংশগ্রহণ করে আপনি অনেক কম খরচের মাধ্যমে বা একদম বিনামূল্যে আপনার বিজ্ঞাপন চালিয়ে যেতে পারেন। গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এমনকি কিছু ইমেইল মার্কেটিং গুলো এই কাজের সুযোগ দিয়ে থাকে যেখানে একটি বেঁধে দেওয়া সময়ের জন্য ফ্রি ক্রেডিট বা ডিসকাউন্টেড ক্যাম্পেইন চালানো হয়। এ কাজটি করার জন্য

আপনাকে বড় এড নেটওয়ার্ক এর ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করতে হবে। ভিজিট করার পর প্রমোশনাল অফার গুলো প্রতিদিন চেক করতে হবে এবং নতুন ইমেইল বা একাউন্ট দিয়ে সাইন আপ করে বোনাস ক্রেডিট এর সম্ভাবনা বাড়াতে হবে। এই কাজটি যদি করতে পারেন তাহলে আপনি ঝুঁকি মুক্ত ভাবে আপনার অ্যাডস পরীক্ষা করার সুযোগ পাবেন। এবং অনেক কম খরচে বা একেবারে খরচ ছাড়াই মার্কেটিং ট্র্যাটেজি যাচাই করতে পারবেন। ট্রায়াল অফার এর যদি সময় শেষ হয়ে যায় তার আগেই সব ডেটা ও ফলাফল আপনি সেভ করে নিন।

লোকাল গ্রুপের অফারের মাধ্যমে

বিনা মূল্যে গুগল অ্যাডস দিয়ে লোকাল বিজনেস প্রমোট করার কৌশল এর আরেকটি উপায় হল লোকাল গ্রুপের অফার এর মাধ্যমে গুগল অ্যাডস পাওয়া। আপনার এলাকাতে যেসব ফেসবুক লোকাল গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেগুলোতে অনেক সময় বিনামূল্যে প্রমোশনাল অফার এর সুযোগ দিয়ে থাকে। আপনি যদি লোকাল ব্যবসা শুরু করেন তাহলে এই ধরনের প্লাটফর্মে আপনার প্রোডাক্ট বা সার্ভিস ভালোভাবে প্রচার করার সুযোগ মিস করবেন না। এ অফার গুলো যাতে মিস না হয়ে যায় সেজন্য ফেসবুক ও হোয়াটসঅ্যাপে যেসব লোকাল গ্রুপ আছে সেগুলোতে যোগ দিন।
বিনা-মূল্যে-গুগল-অ্যাডস-দিয়ে-লোকাল-বিজনেস-প্রমোট-করার-কৌশল
গ্রুপের এডমিন বা মডারেটের সাথে ভালো সম্পর্ক করুন এবং যোগাযোগ করে অফারের শর্তগুলো জেনে নিন। এমন অনেক গ্রুপে আছে যারা নতুন সদস্যদের জন্য ফ্রী পোস্ট বা অ্যাডস এর সুযোগ দেয়। এর মাধ্যমে আপনি লোকাল কাস্টমারদের কাছে আপনার বিজ্ঞাপন দ্রুত পৌঁছে দিতে পারবেন এবং বিনা খরচে ব্র্যান্ড প্রমোশন করতে পারবেন। এই ক্ষেত্রে একটি পরামর্শ থাকবে যে পোস্ট দেওয়ার সময় অবশ্যই লোকেশন হ্যাশট্যাগ ও এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড ব্যবহার করবেন যাতে শুধুমাত্র গ্রুপে নয় গুগলে সার্চ করলেও রেজাল্ট পাওয়া যায়।

মন্তব্যঃ বিনা মূল্যে গুগল অ্যাডস দিয়ে লোকাল বিজনেস প্রমোট করার কৌশল

বিনা মূল্যে গুগল অ্যাডস দিয়ে লোকাল বিজনেস প্রমোট করার কৌশল সম্পর্কে আজকের আর্টিকেলে বড় করে আলোচনা করা হয়েছে। কমপক্ষে আটটি উপায় বলে দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি বিনামূল্যে গুগল অ্যাডস দিয়ে আপনার লোকাল বিজনেসটি প্রমোট করতে পারবেন এবং আজকের আর্টিকেলে জানিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় এবং কোন কোন পথ বাছাই করে আপনি এই কৌশলটি পেয়ে যাবেন। কখনো গুগল অ্যাডস ক্রেডিট অফার ব্যবহার করে আবার কখনো গুগল ফর নন প্রফিট এর মাধ্যমে

আবার লোকাল গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি এই অফার গুলো পেয়ে যাবেন। আজকাল সবকিছুর মধ্যেই প্রতিযোগিতা আছে। তেমনি ব্যবসাতেও প্রতিযোগিতা আছে। তাই আপনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে, যদি আপনি ডিজিটাল যুগের ব্যবসার সাথে তাল মিলিয়ে চলতে চান। আজকের আর্টিকেলে বিনামূল্যে গুগল অ্যাঁডস পাওয়ার কৌশল এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধেও হালকা আলোচনা করা হয়েছে। অনলাইন ইনকাম সম্পর্কে এমন আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন।250510

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

mtwahid নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url