হেলফিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া বাংলা
হেলফিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া বাংলা, বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া ইংরেজিতে দেওয়া থাকে তাই অনেকে সেটি বুঝতে পারে না। বাংলা তে বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে খুব কমই জানানো হয় এবং এরকম কনটেন্ট খুব কমই রয়েছে। আজকের আর্টিকেলে আমরা
জানব হেলফিট ট্যাবলেট টি একটি মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট। এই ট্যাবলেট টি নানা পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দিলে প্রয়োগ করা হয় এবং ব্যবহার করা হয়। প্রতিটি ঔষধের মতো এটির ও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। হেলফিট ট্যাবলেট সম্পর্কে আজকে বিস্তারিত জেনে নিব।
পেজ সূচিপত্রঃ হেলফিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া বাংলা
- হেলফিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া বাংলা
- মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব
- বমি বমি ভাব অনুভব হওয়া
- গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়া
- শরীরের ক্লান্তি অস্বাভাবিক বেড়ে যাওয়া
- ত্বকে লালচে ফুসকুড়ি দেখা দেওয়া
- বুক ধরফর করা ও অস্বস্তি
- চোখে ঝাপসা দেখতে পাওয়া
- পেটে ব্যথা ও অস্বস্তি হওয়া
- মন্তব্যঃ হেলফিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া বাংলা
হেলফিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া বাংলা
হেলফিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া বাংলা, বর্তমান যুগের মানুষজন তাদের জীবন নিয়ে খুব ব্যস্ততার মধ্যে থাকে। নানা রকম
কাজকর্মের মধ্যে দিয়ে সারাটা দিন পার হয়ে যায়। তাই সুষম খাদ্য গ্রহণের খেয়াল
তাদের থাকেনা। সুষম খাদ্য বলতে বোঝানো হচ্ছে খাদ্যের প্রতিটি পুষ্টি উপাদান
প্রয়োজনমতো গ্রহণ করা। যখন সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করা হচ্ছে না তখন শরীরে
খনিজ লবন, ভিটামিনের অভাব দেখা দেয়। এই অভাব পূরণের জন্য মানুষ এখন নির্ভর হয়ে
পড়েছে ভিটামিন ও মিনারেল জাতীয় সাপ্লিমেন্ট এর ওপর। হেলফিট ট্যাবলেট ও তেমনি
একটি সাপ্লিমেন্ট। নিচে হেলফিট ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করা হলোঃ
- দুর্বলতা অনুভব।
- মাথা ঘোরা
- ক্লান্ত লাগা
- লালচে ভাব
- হার্টের সমস্যা
- চোখে কম দেখা
হেলফিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া তে আজকে আপনাদের সামনে উপস্থাপন
করা হবে। এটি ভিটামিনের অভাব পূরণ করলেও স্বাভাবিকভাবেই নিয়মিত ব্যবহার করার ফলে
নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কখনো কখনো এ পার্শ্ব প্রতিক্রিয়া
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার না করার ফলে বেড়ে যেতে পারে। এটির
প্রতিবন্ধকতা স্বরূপ আজকের কনটেন্ট এ এই ট্যাবলেট টির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া
তুলে ধরা হলো।
মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব
হেলফিট ট্যাবলেট সেবন করার ক্ষেত্রে সেবনকারীগণ প্রথম যেই পার্শ্ব প্রতিক্রিয়া
টি লক্ষ্য করতে পারেন সেটি হলো মাথা ঘোরা ও শরীররে দুর্বলতা অনুভব করা। শরীরে
বাইরে থেকে মিনারেল ও ভিটামিন প্রবেশ করার ফলে এমন অনুভূতি হতে পারে। সেবন
কারিগনের মধ্যে যারা দীর্ঘদিন এই ধরনের সাপ্লিমেন্ট সেবন করেনি তাদের ক্ষেত্রে
হঠাৎ যদি এটি সেবন করা হয় তাহলে শরীরের রক্তচাপ বেড়ে যেতে পারে এবং ফলস্বরূপ
মাথা ঘোরা অনুভব হতে পারে। বিপাক ক্রিয়ার পরিবর্তনের ফলেও এরূপ সমস্যা দেখা
দিতে পারে।
আরও পড়ুনঃ কাঠবাদামের অসাধারণ ৪০টি উপকারিতা
শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে অনেক সেবনকারী তাদের দৈনন্দিন কাজকর্মে অনীহা
প্রকাশ করে থাকেন। অর্থাৎ তাদের কাজ করতে তেমন শারীরিক শক্তি যেমন পান না,
শারীরিক শক্তি কমে যাওয়ার কারণে মানসিকভাবেও তারা দুর্বল হয়ে পড়েন। এটার
ফলস্বরূপ দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়। মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব হওয়ার
পার্শ্ব প্রতিক্রিয়াটি খুব সাময়িক। সেবন করার অল্প দিনের মধ্যে যখন শরীরের
সাথে এটি অভ্যস্ত হয়ে যায় তখন এই পার্শ্ব প্রতিক্রিয়ার থাকে না। তবে যদি এটি
দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নিন।
বমি বমি ভাব অনুভব হওয়া
হেলফিট ট্যাবলেট সেবন করার পর সেবনকারীরা আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে
যেটি অনুভব করবেন সেটি হল বমি বমি ভাব। এটি মাইগ্রেন জনিত অস্বস্তি অনুভব
হওয়ার লক্ষণ। পাকস্থলীর ভেতরে এসিডিটির পরিবর্তন অথবা খালি পেটে এই
সাপ্লিমেন্ট গ্রহণ করার ফলে এমন অনুভব হতে পারে। আবার শরীরের সাথে ভিটামিন
জাতীয় পদার্থগুলো শোষণ হওয়ার ক্ষেত্রে বিভাগীয় সমস্যার কারণে এমন অনুভব হয়ে
থাকে। এই ট্যাবলেটে থাকা আইরন অথবা জিংক জাতীয় ঔষধ পাকস্থলীতে জ্বালার সৃষ্টি
করতে পারে।
যদিও সেবনকারী সকালে খালি পেটে এটি সেবন করে থাকে তাহলে এই সমস্যাগুলো তীব্রতার
আকার ধারণ করে। অনেক সেবনকারী এটি সেবন করার সাথে সাথেই মুখে অরুচি ভাব এবং
তেতো স্বাদ অনুভব করতে পারে এবং বমি বমি ভাব আসতে পারে। এই সমস্যা নিরসনে উচিত
কাজ হবে ভরা পেটে এই ট্যাবলেটটি সেবন করা এবং সেবন করার পর পর্যাপ্ত পরিমাণে
পানি পান করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
এই ট্যাবলেট টি সেবন করতে হবে। তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে নিজেকে
বাঁচানো যাবে।
গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়া
হেলফিট ট্যাবলেট গ্রহণ করলে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাওয়ার মত পার্শ্ব
প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যে সমস্ত সেবনকারী আগে থেকেই অম্বল বা
গ্যাস্ট্রিকের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই
পার্শ্ব প্রতিক্রিয়া টি প্রকট আকার ধারণ করতে পারে। হেলফিট ট্যাবলেট উপস্থিত
রয়েছে আইরন ও জিংক এর মত কিছু উপাদান। এই উপাদান সমূহ পাকস্থলীর এসিডের পরিমাণ
বাড়িয়ে দেয়। আর পাকস্থলীর এসিডের পরিমাণ বাড়িয়ে দেওয়ার অর্থই হলো
গ্যাস্ট্রিকের সমস্যা।
খাদ্য হজম করার সময় স্বাভাবিকভাবেই পাকস্থলী থেকে এসিড নিঃসরণ হয়ে থাকে। যদি
এই এসিডের পরিমাণ আরো বেড়ে যায় তাহলে তখন সেদিকে আমরা বলি গ্যাস্ট্রিক। এর
ফলে পেটে জ্বালা অনুভব হতে পারে অথবা পেট ফুলে যাওয়ার মত সমস্যাও দেখা দিতে
পারে। এর পাশাপাশি পেটে প্রচন্ড ব্যথা অনুভূত হতে পারে। এ সমস্যাটি নিরসনে
অবশ্যই ট্যাবলেটটি ভরা পেটে খেতে হবে। এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্যাস্ট্রিকের ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে।
শরীরের ক্লান্তি অস্বাভাবিক বেড়ে যাওয়া
হেলফিট ট্যাবলেট গ্রহণের আরো একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো শরীরের ক্লান্তি
অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়া। এই ট্যাবলেট টি সাধারণত সেবন করা হয় শরীরের
শক্তি বৃদ্ধি করার জন্য। কিন্তু অনেক সময় এই ঔষধটি উল্টো কাজ করে। অর্থাৎ
শরীরের শক্তি বৃদ্ধি করার পরিবর্তে শরীর ক্লান্ত করে দেয়। এর কারণ হলো ভিটামিন
ও মিনারেল জাতীয় পদার্থ গুলো শরীরে প্রবেশ করার কারণে এর বিপাকক্রিয়ার
ভারসাম্য পরিবর্তন হয়ে থাকে। যার ফলে শরীর হালকা ক্লান্ত অনুভব করে। অনেক সময়
এটি তীব্রতর হয়।
আরও পড়ুনঃ টেনশন দূর করার ১১ সহজ উপায়
অনেকে মনে করতে পারেন শরীরের এই ক্লান্তি যদি একটু বিশ্রাম নেওয়া যায় অথবা
ঘুমানো যায় তাহলেই হয়তো কেটে উঠবে। কিন্তু ঘুমানোর মাধ্যমে বা বিশ্রাম
নেওয়ার মাধ্যমে এই ক্লান্তি চলে যায় না। ঘুম থেকে ওঠার পর অর্থাৎ দিনের
শুরুতেই অনেকে ক্লান্ত অনুভব করতে পারেন এবং কাজ করতে গিয়ে হাঁপিয়ে ওঠেন।
দীর্ঘদিন এমন সমস্যা দেখা দিলে অনেকে বিষণ্ণতায় ভুগতে পারেন। কাজেই সঠিক সময়ে
এই ঔষধটি সেবন করতে হবে এবং এর পরও সমস্যা সমাধান না হলে অভিজ্ঞ চিকিৎসকের
পরামর্শ নিতে হবে।
ত্বকে লালচে ফুসকুড়ি দেখা দেওয়া
হেলফিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া বাংলা তে আপনাদের সামনে উপস্থাপন করা
হচ্ছে। যেটির আরো একটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো ত্বকে লালচে ফুসকুড়ি দেখা
দেওয়া। হেলফিট ট্যাবলেট গ্রহণ স্বাস্থ্যের উন্নতি ও দেহের শক্তি উৎপাদন
বাড়িয়ে দিলেও এটির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে শরীরে র্যাশ বা লালচে
ফুসকুড়ির মত দেখা দিতে পারে। এই লালচে ফুসকুড়ি কখনো চুলকানির মতো সমস্যায়
পরিণত হয়। আবার কখনো জ্বালা অনুভব হয়। অতিরিক্ত চুলকানি হলে অস্থিরতা ও
অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
হেলফিট ট্যাবলেট এ থাকা কোন উপাদান শরীরে প্রবেশ করার ফলে সেই উপাদানে
সংবেদনশীলতার জন্যই এমন ফুসকুড়ি দেখা দিতে পারে। যে সকল সেবনকারীর ত্বকে
সংবেদনশীলতা বেশি তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। অনেক সময় এই
লালচে ফুসকুড়ি এতটাই তীব্রতার আকার ধারণ করে যে ত্বক ফুলে যেতে পারে অথবা
ফোসকা পড়তে পারে। যদি এরূপ সমস্যা দেখা দেয় তাহলে এই ঔষধটি সেবন করা বন্ধ
করে দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এলার্জি নিরোধ ঔষধ নিতে হবে।
বুক ধরফর করা ও অস্বস্তি
এই ট্যাবলেট সেবন করার পর অনেক সেবনকারীর মধ্যেই বুক ধরফর করার মতো পার্শ্ব
প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। বুক ধরফর করার সাথে সাথে অনেক সময় বুকে চাপ লেগে
থাকার মত অনুভূতি এবং বুক জ্বালা পড়ার মতো অনুভূতিও হতে পারে। এটি সাধারণত
অল্প সময়ের মতো থাকে কিন্তু অনেক সময় দীর্ঘকাল চলতে পারে। যে সমস্ত সেবনকারীর
আগে থেকেই হার্ট এর সমস্যা রয়েছে অথবা উচ্চ রক্তচাপের মত অথবা নার্ভ জনিত কোন
সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রকট আকার ধারণ করে।
আরও পড়ুনঃ ঘন ঘন জ্বর যে ০৭ জিনিসের লক্ষণ
এই ট্যাবলেট টিতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন এবং অ্যামিনো এসিড জাতীয়
উপাদান। এই উপাদান সমূহ স্নায়ুতন্ত্রের উপর সাময়িক সময়ে প্রভাব বিস্তার করতে
পারে এবং রক্ত চলাচলের ওপর ও প্রভাব বিস্তার করতে পারে। সাধারণত বিশ্রাম নিলে
এবং শুয়ে থাকলে এই বুক ধরফর করার পার্শ্ব প্রতিক্রিয়াটি চলে যায়। তবে যদি
এটি শ্বাসকষ্ট হওয়ার পর্যায়ে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে এটিকে অবহেলা না
করে দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ঔষধ সেবন ক ত্যাগ করতে
হবে।
চোখে ঝাপসা দেখতে পাওয়া
অনেক সময় সেবনকারী চোখে ঝাপসা দেখার অভিজ্ঞতা লাভ করে থাকেন এই ঔষধটি সেবন
করার পর। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে চোখের ঝাপসা দেখতে পাওয়ার অভিজ্ঞতাও
অন্তর্ভুক্ত হয়। এ পার্শ্ব প্রতিক্রিয়াটি সকল সেবনকারীর ক্ষেত্রে নাও হতে
পারে কারণ এটি একটি বিরল পার্শ্বপ্রতিক্রিয়া। তবে যদি কোন সেবনকারীর ভেতর এমন
পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে সেটি দৈনন্দিন জীবনে কাজকর্মে বাধা হয়ে
দাঁড়াতে পারে। এ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কিছুদিনের মধ্যে নিজে থেকেই
এটি সেরে যায়।
ঔষধ টি সেবন করার পর যখন শরীরে ভিটামিন ও মিনারেল প্রবেশ করে সেটি চোখের
নার্ভের উপর প্রভাব বিস্তার করে থাকে এবং এই ঔষধটিতে থাকা উপাদান ভিটামিন
এ,আয়রন,ভিটামিন বি ইত্যাদি চোখের ভারসাম্য তা সাময়িকভাবে বিনষ্ট করে থাকে।
যার ফলে চোখে ঝাপসা দেখার অনুভূতি হয়ে থাকে। এমন অনুভূতির ফলে অনেক সময় মাথা
ব্যথার মত সমস্যাও দেখা দেয়। যদি এমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাহলে চোখ
বন্ধ করে বিশ্রাম নিতে হবে অর্থাৎ শুয়ে থাকতে হবে।
পেটে ব্যথা ও অস্বস্তি হওয়া
হেলফিট ট্যাবলেটটি সেবন করার পর অনেক সময় পেটে ব্যথা ও অস্বস্তি অনুভব হতে
পারে। এই ট্যাবলেটে থাকা উপাদান সমূহ পাকস্থলীর স্বাভাবিক ক্রিয়া কে প্রভাবিত
করে থাকে তখন পেটে ব্যথা ও অসস্তি অনুভব হয়। কেননা এই ট্যাবলেটে থাকা আয়রন ও
জিংক এর মত উপাদান সমূহ পেটের অ্যাসিড এর পরিমাণ বাড়িয়ে দেয়। অর্থাৎ
স্বাভাবিকভাবে যেই এসিড মিশ্রিত হতো সেই এসিডের পরিমাণ স্বাভাবিকের তুলনায়
বেশি নিঃসরণ হয়। যার ফলে পেটে হালকা থেকে তীব্রতর ব্যথা অনুভূত হয়।
যেই সমস্ত সেবনকারীর পূর্ব থেকেই গ্যাস্ট্রিক অথবা আলসারের সমস্যা রয়েছে তাদের
ক্ষেত্রে এই সমস্যাটি আরো প্রকট আকার ধারণ করতে পারে। অথবা খালি পেটে যদি এই
ঔষধটি সেবন করা হয় তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। এটি নিদর্শনে
অবশ্যই ট্যাবলেটটি খালি পেটে খাওয়া যাবেনা বরং ভরা পেটে খেতে হবে এবং পর্যাপ্ত
পরিমাণে পানি পান করতে হবে। কিছুক্ষণ বিশ্রাম নিলেই এই পার্শ্বপ্রতিক্রিয়া টি
কেটে যেতে পারে তবে যদি এটি না কাটে তখন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মন্তব্যঃ হেলফিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া বাংলা
হেলফিট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া বাংলা তে আজকে সুন্দরভাবে আপনাদের
সামনে উপস্থাপন করা হলো বিস্তারিতভাবে। আজকের আরডিকেলে দেখানো হয়েছে এই
ট্যাবলেটটি প্রধানত কোন কাজ করে থাকে এবং এই ট্যাবলেটটি তার স্বাভাবিক কাজ
করার পাশাপাশি কি কি পার্শ্ব প্রতিক্রিয়া প্রদর্শন করে থাকে। আমরা দেখতে
পেলাম এই ট্যাবলেটটি যদি খালি পেটে সেবন করা হয় তাহলে পার্শ্ব
প্রতিক্রিয়াগুলো সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। এর পাশাপাশি পূর্ব থেকেই যদি
কোন সমস্যা থেকে থাকে,
তাহলেও পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রকট আকার ধারণ করে থাকে। আজকের আর্টিকেলে
দেখানো হয়েছে যে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো এই ট্যাবলেট টি প্রদর্শন করে
সেগুলো থেকে নিরসনের উপায় সমূহ। এই উপায় সমূহ নিয়মিত চর্চা করলে আপনি এই
ট্যাবলেটটি গ্রহণ করার পরেও সুস্থ থাকতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
হলো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই এই ট্যাবলেটটি সেবন করা। আজকের
আর্টিকেলের মতো নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই
থাকুন।250510
mtwahid নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url